স্বাগতম জেলা পরিষদ, মৌলভীবাজার। টেলিফোন নং ০২-৪১১১০১৮১ প্রধান নির্বাহী কর্মকর্তা অফিস : ০২-৪১১১০১৮০ জেলা পরিষদের ই-মেইল : zpmlv@yahoo.com
প্রধান নির্বাহী কর্মকর্তা বার্তা

জেলা পরিষদ স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রাচীন এবং ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান। পৌর এলাকার বাইরে জনসাধারণের উন্নয়নে মৌলভীবাজার জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, ধর্মীয় উপাসনালয় নির্মাণ ও গভীর নলক’প স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া আত্মকর্মসংস্থান, দারিদ্র বিমোচন, নারী উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ও দারিদ্র জনগোষ্ঠীর আর্থিক সহায়তা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি বিনামূল্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ, বেকার যুব মহিলাদের কর্মসংস্থানের স্বার্থে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটারসহ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম- সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবায় বিশেষ অবদান রেখে চলেছে। সার্বিক অর্থে নিয়মতান্ত্রিকভাবে মানব সেবায় ব্রত রয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। বর্তমানে জেলা পরিষদ মৌলভীবাজারের সকল তথ্য  www.zpmoulvibazar.gov.bd এ পাওয়া যাবে।

মল্লিকা দে

প্রধান নির্বাহী কর্মকর্তা (অ:দা:)

জেলা পরিষদ, মৌলভীবাজার।

  • jela-branding
  • online-seba
  • jela-sohojikoron
                                   
চেয়ারম্যান
                                   

.