স্বাগতম জেলা পরিষদ, মৌলভীবাজার। টেলিফোন নং ০২-৪১১১০১৮১ প্রধান নির্বাহী কর্মকর্তা অফিস : ০২-৪১১১০১৮০ জেলা পরিষদের ই-মেইল : zpmlv@yahoo.com
জেলা পরিষদ আইন ২০০০

জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী জেলা পরিষদের গঠন ঃ

জেলা পরিষদ আইন, ২০০০ এ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে ১ জন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত আসনের ৫ জন সদস্য সমন্বয়ে পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে। চেয়ারম্যান ও সদস্যগণ নির্বাচক মন্ডলীর ভোটে নির্বাচিত হবার বিধান আছে। এ আইনে পরিষদের মেয়াদ ৫ বছর করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দকে পরিষদের উপদেষ্টা রাখারও বিধান আছে। পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যান এর উপর ন্যস্ত করা হয়েছে। জেলা পরিষদ আইনে উপ-সচিব পদমর্যাদার একজন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার একজন সচিব প্রেষণে পরিষদে ন্যস্ত রাখার বিধান আছে। এই আইনে পরিষদের সাচিবিক দায়িত্ব প্রেষণে নিয়োজিত সরকারী কর্মকর্তাদের দ্বারা পালনের বিধান রাখা হয়েছে। এছাড়া জেলা পরিষদ আইন, ২০০০ এর ৮২(১) ধারা অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক একজন প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে। উক্ত বিধান অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের ১৫ ডিসেম্বর ২০১১ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.২০১১-৪১৭৩ নং প্রজ্ঞাপনে ৬১টি (পার্বত্য ৩টি জেলা ব্যাতিত) জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

 

জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী জেলা পরিষদের কার্যাবলী ঃ

জেলা পরিষদ আইন, ২০০০ এর প্রথম তফসিলের প্রথম অংশে নি¤েœবর্ণিত ১২ টি বাধ্যতামূলক কাজের উল্লেখ আছে ঃ

১)         জেলা সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা

২)         উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা

৩)        সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও উহার রক্ষণা-বেক্ষণ

৪)         উপজেলা পরিষদ, পৌরসভা বা সরকার কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার জনপথ, কালভার্ট ও ব্রীজ নির্মাণ, রক্ষণা-বেক্ষণ এবং উন্নয়ন

৫)         রাস্তার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপণ ও উহার সংরক্ষণ

৬)        জনসাধারণে ব্যবহারের স্বার্থে উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও উহাদের রক্ষণা-বেক্ষণ

৭)         সরকার, উপজেলা পরিষদ বা পৌরসভার রক্ষণা-বেক্ষণে নহে এমন খেয়াঘাটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ

৮)        সরাইখানা, ডাকবাংলো এবং বিশ্রামাগারের ব্যবস্থা ও রক্ষণা-বেক্ষণ

৯)        জেলা পরিষদে অনুরুপ কার্যাবলী সম্পাদনরত অন্যান্য প্রতিষ্ঠানের সংগে সহযোগীতা

১০)      উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগীতা এবং উৎসাহ প্রদান

১১)      সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং

১২)       সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ।

 

উপরোক্ত বাধ্যতামূলক কার্যাবলী ছাড়াও জেলা পরিষদ আইন, ২০০০ এর প্রথম তফসিলের দ্বিতীয় অংশে শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, জনস্বাস্থ্য, গণপূর্ত ও সাধারণ খাতে বিভিন্ন প্রকার ৬৮ টি ঐচ্ছিক কার্যাবলী সম্পাদনের বিধান রাখা হয়েছে।

  • jela-branding
  • online-seba
  • jela-sohojikoron
                                   
চেয়ারম্যান
                                   

.