স্বাগতম জেলা পরিষদ, মৌলভীবাজার। টেলিফোন নং ০২-৪১১১০১৮১ প্রধান নির্বাহী কর্মকর্তা অফিস : ০২-৪১১১০১৮০ জেলা পরিষদের ই-মেইল : zpmlv@yahoo.com
এক নজরে মৌলভীবাজার

কথিত আছে যে, সৈয়দ শাহ মোস্তফা (রঃ) এর াতুষ্পুত্র হযরত ইয়াছিন (রঃ) এর উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরত উল্লা মনু নদীর তীরে ১৮১০ সালে যে বাজার প্রতিষ্ঠা করেছিলেন, সেই বাজারটি কালক্রমে প্রসিদ্ধি লাভ করে। ১৮৮২ সালে ১ এপ্রিল মৌলভী সৈয়দ কুদরত উল্লা কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটি কেন্দ্র করে ২৬টি পরগণা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয়। ১৯৬০ খ্রিষ্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের বদলে এ মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়।

 

মোট আয়তন:২৭৯৯ বর্গ কিঃমিঃ
মোট জনসংখ্যা:১৯,৯৪,২৫২ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
ক) পুরুষ -৯,৮১,৭৮৩ জন,
খ) মহিলা-১০,১২,৪৬৯ জন
উপজেলার সংখ্যা:০৭ টি (সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জুড়ী)
পৌরসভার সংখ্যা:০৫ টি (মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ)
সীমান্ত ফাঁড়ির সংখ্যা:১৪ টি (কুলাউড়া-০৬,কমলগঞ্জ-০৪, শ্রীমঙ্গল- ০২, বড়লেখা-০২)
ইউনিয়নের সংখ্যা:৬৭ টি
মৌজার সংখ্যা:৮৯৯ টি
গ্রামের সংখ্যা:২,০১৫ টি
মোট জমির পরিমাণ:৬,৫৮,৯১৫.৭১ একর
আবাদ যোগ্য জমির পরিমাণ:১,৪৬,৭৪০ একর
অনাবাদী জমির পরিমাণ:১০,৬৯৫ হেক্টর
মোট চা-বাগানের সংখ্যা:৯২ টি
জেলায় রাবার বাগানের সংখ্যা:১০টি (রাজনগর-২টি, কুলাউড়া-৪টি, কমলগঞ্জ-৩টি, শ্রীমঙ্গল-১টি)
শিক্ষার হার:.১% (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা :কলেজ ২৪ টি (সরকারি কলেজ-০৩ টি, বেসরকারি কলেজ-২১ টি, মাধ্যমিক বিদ্যালয় - ১৫৮ টি (সরকারি-০৩ টি, বেসরকারি-১৫৫ টি)
মাদ্রাসা ৫৪ টি (দাখিল-৪১টি, আলিয়া-০৪ টি, ফাযিল-০৮ টি ও কামিল-০১)
প্রাথমিক বিদ্যালয়ঃ ১১০৩টি (সরকারি-৬৯২ টি, রেজিঃ বেসরকারি-২০৫ টি,
অঃ রেজিঃ বেসরকারি - ৯৭টি, স্যাটেলাইট - ৬২, কমিউনিটি-৪৭ টি )
পলিটেকনিক ইনষ্টিটিউট :০১টি
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ :০১টি
প্রাইমারি ট্রেনিং ইনষ্টিটিউট (পি.টি.আই): ০১ টি
সেবা ইনষ্টিটিউট :০১ টি
সরকারি হাসপাতালের সংখ্যা:০৭ টি
বে-সরকারি হাসপাতালের সংখ্যা:০৫ টি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:০৬ টি
পরিবার কল্যাণ কেন্দ্র:৩৮ টি
মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র :০১টি
গ্যাস ফিল্ডের সংখ্যা:০২ টি (১) ইউনিকল, কালাপুর প্রজেক্ট, শ্রীমঙ্গল (২) ভাটেরা গ্যাস ফিল্ড, কুলাউড়া
মোট নদী পথ:১৭০ মাইল
মোট হাট-বাজার: ১৫০টি
মোট উপাসনালয়:২৩৪২টি। মসজিদ -১৯৫২টি, মন্দির-৩৭৪টি, গীর্জা-১৬টি
উপজাতিদের নাম:ক) মনিপুরী (মিথৈই ও বিষ্ণু প্রিয়া) খ) খাসিয়া গ) সাঁওতাল ঘ) টিপরা ঙ) ত্রিপুরা চ) গারো
উপজাতি জনসংখ্যা:৪২,৯১০ জন
জেলার হাওর সংখ্যা০৩ টি ( মোট আয়তন ঃ ৫৪৬৪৮.৯৮ হেক্টর)
(১) হাকালুকি হাওড় (কুলাউড়া ও বড়লেখা)
(২) কাউয়া দিঘি হাওড়, রাজনগর
(৩) হাইল হাওড়, শ্রীমঙ্গল
প্রবাহিত নদীর সংখ্যা:৬টি; (১) মনু নদী, মৌলভীবাজার (২) ধলাই নদী, কমলগঞ্জ (৩) সোনাই নদী(৪) ফানাই নদী (৫) কন্টিনালা নদী (৬) জুড়ী নদী (৭) বিলাস নদী।
মোট নদী বন্দর:০১টি (শেরপুর)
রেলষ্টেশন:১৮টি
ডাকঘর:১২২টি
  • jela-branding
  • online-seba
  • jela-sohojikoron
                                   
চেয়ারম্যান
                                   

.